• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ৯ জ্বিলহজ্জ ১৪৪৫

ভোট দিতে গিয়ে সন্তানের লাশ নিয়ে ফিরলেন মা


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৯:২৪ পিএম
ভোট দিতে গিয়ে সন্তানের লাশ নিয়ে ফিরলেন মা
নিহত শিশু মুন্নি। ছবি : সংগৃহীত

শেরপুরের নকলায় মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়েছিল ৪ বছর বয়সী মুন্নি। ভোট শেষে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে অটোরিকশা থেকে পড়ে মৃত্যু হয় তার।  

মঙ্গলবার (২১ মে) উপজেলার বাউসা কবুতমারী ভোটকেন্দ্র থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নি নকলা উপজেলার কবুতরমারি পূর্বপাড়ার মিস্টারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ে মুন্নিকে নিয়ে বাউসা কবুতমারী কেন্দ্রে ভোট দিতে যান মিস্টারের স্ত্রী। ভোট দিয়ে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কবুতরমারি মিলন বাজার পুরাতন মসজিদের কাছাকাছি পৌঁছলে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মুন্নি।

পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Link copied!