• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৮:১৯ পিএম
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আহসান উল্যাহকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৬ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে, গত সোমবার (১০ মার্চ) রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরে শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে আহসান উল্যাহকে গ্রেপ্তার করা হয়। আহসান উল্যাহ ওই ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে।    

মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত গৃহবধূর স্বামী দুবাই প্রবাসী। তিনি তার এক সন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে একই বাড়িতে বসবাস করেন। শ্বশুর আহসান উল্যাহ বিভিন্ন সময় পুত্রবধূকে কুরুচিপূর্ণ কথাসহ খারাপ কাজের ইঙ্গিত দেন। ভিকটিম বিষয়টি স্বামী, শাশুড়িকে জানালেও তারা বিষয়টি কর্ণপাত করেননি। গত সোমবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো নিজের রুমে কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন।

সেহেরির সময় শ্বশুর কৌশলে পুত্রবধূর রুমে প্রবেশ করেন। ওই সময় তিনি পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করেন। এসময় গৃহবধূর চিৎকার করলে আহসান উল্যাহ দ্রুত রুম থেকে বের হয়ে যান। পরে ভুক্তভোগী গৃহবধূ বিষয়টি তার স্বামী-শাশুড়িকে জানান।      

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। ওই মামলায় শ্বশুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!