টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের মা-মেয়ে নিহত হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) দুপুরে পৌরসভার কালাঘাটা গোধারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বান্দরবান সদরের ৩ নম্বর ওয়ার্ড কমিশনার অজিত দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অজিত দাস বলেন, “সোমবার দুপুরে পাহাড়ধসে একই পরিবারের মা-মেয়ে নিহত হয়েছেন। তারা পৌরসভার কালাঘাটা গোধারপাড় এলাকার বাশি শীলের স্ত্রী ও মেয়ে।”
সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, “বান্দরবান শহরের অর্ধেক অংশ পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া শহরের আশপাশের এলাকা ক্যামলং, মাঘমারা, বালাঘাটা, ক্যচিংঘাটা, তংপ্রু পাড়া, ধোপাছড়াসহ অনেক এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ১৯২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় আশ্রয়কেন্দ্রগুলোতে মোট কতজন আশ্রয় নিয়েছেন, তা জানা যায়নি। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।”