• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খাটের ওপর পড়ে ছিল প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের লাশ


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৩:০৯ পিএম
খাটের ওপর পড়ে ছিল প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের লাশ
নিহতদের বাড়িতে প্রতিবেশিরা। ছবি-সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরের সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতরা হলেন সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার, মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)।

মঞ্জিল মিয়ার চাচাত ভাই মো. আরিফ জানান, মোহনা পঞ্চম শ্রেণিতে পড়ত। আর বন্যা পড়ত প্রথম শ্রেণিতে। সকালে মোহনার বন্ধু ফারজানা তাকে ডাকতে গিয়ে দেখে তিনজন খাটের ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করি। নিহতের স্বামী একজন সৌদি প্রবাসী বলে জানতে পেরেছি। তবে তাদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক।”

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

Link copied!