• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ফার্মেসিকে জরিমানা


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৮:০৬ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ফার্মেসিকে জরিমানা

জয়পুরহাটের কালাইয়ে মেয়াদোত্তীর্ণ, রেজিস্ট্রেশন ছাড়া ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স ছাড়া দোকান পরিচালনা করায় ৫ ফার্মেসিকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার মোলামগাড়ী হাটে এ অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, জয়পুরহাট ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোকছেদুল আমিন ও কালাই থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে জান্নাত আরা তিথি বলেন, “ওষুধ আইনে পাঁচটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Link copied!