• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ, তিন দিন পর মরদেহ উদ্ধার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০১:৪৩ পিএম
ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ, তিন দিন পর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আনোয়ার হোসেন (৪০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।

আনোয়ার হোসেন পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান আনোয়ার হোসেন। এরপর আর বাড়ি ফেরেননি। তার আত্মীয়স্বজনা  অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

শুক্রবার সকালে গলাকাটি বিলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহটি দেখতে পান।
পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্দার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!