• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৩:০৫ পিএম
দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
দুর্বৃত্তের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোব্যাকো গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকমালিক জামাল উদ্দিন বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড়ানো ছিল। ভোর সাড়ে ৪টার দিকে এক দল মুখোশধারী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রাকের ইঞ্জিন আগুনে পুড়ে যায়। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।”

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, “এ ধরনের কোনো তথ্য পাইনি।”

বার আউলিয়া হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র নাথ বলেন, “আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি কিন্তু একটি যাত্রীবাহী বাসের দুর্ঘটনার খবর পেয়েছি।”

Link copied!