• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পচা গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৫:১৬ পিএম
পচা গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা

লালমনিরহাটে পচা গরুর মাংস বিক্রির দায়ে মন্টু কসাই নামের এক মাংস ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ আগস্ট)  দুপুরে উপজেলার মহিষখোচা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা।

মন্টু কসাই মহিষখোচা ইউনিয়নের আনিছার কসাইয়ের ছেলে।

জেলার ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষখোচা গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফ্রিজিং অবস্থায় প্রায় ৪০ কেজি গরুর মাংস জব্দ করে। পরে সেগুলো মাটিতে পুতে ফেলা হয়। এ সময় মন্টু কসাইকে আট হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মাংস জব্দ করা হয়। পরে তা মাটিতে পুতে রাখা হয়েছে। পরে মন্টু ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।”  

Link copied!