লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি (৫০) নামের ইমাম নিহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবিজ উদ্দিন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেতগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বেতগাড়ী বাইতুন নাজাত মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে আবিজ উদ্দিন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে অপরদিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





































