• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৫:৪৬ পিএম
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিয়াজকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে সোমবার (১০ জুলাই) রাত আড়াইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যায় চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে মো. রিয়াজসহ তিনজন চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার মাওলানা কাসেমের বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় ও কানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় নিহতের বাবা আবদুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে গত ১২ জুন মো. রিয়াজসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। এর আগে গত ৩ জুলাই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহরাব হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব।

মাহমুদুল হাসান বলেন, “বিশেষ অভিযানের মাধ্যমে আসামি মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৩ জুলাই একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

Link copied!