• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

১৮ বছর পর দণ্ডপ্রাপ্ত স্বামী ও দেবর গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৪:৫৩ পিএম
১৮ বছর পর দণ্ডপ্রাপ্ত স্বামী ও দেবর গ্রেপ্তার

ফেনীতে স্ত্রীকে হত্যা চেষ্টায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত স্বামী লিটন বাবুল (৩৭) ও দেবর সুমনকে  (৩২) ১৮ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব আলম।

এর আগে, বুধবার (১০ মে) রাতে কুমিল্লার কোতয়ালী থানার সুজানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ গ্রামের আতু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ২০০৪ সালে ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে ফাতেমা আক্তারকে স্বামী ও দেবর মিলে নির্যাতন করে। এ সময় দেবর সুমন ফাতেমার  গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেলে দেন। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ফাতেমা আক্তার বাদী হয়ে যৌতুক ও নির্যাতনের মামলা করলে আদালত লিটন বাবুল ও মো. সুমনকে ২০১১ সালে যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দেন। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকার পর র‍্যাব অভিযান চালিয়ে বুধবার তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

Link copied!