• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করায় ভ্যানচালককে হত্যা


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ১০:০৭ এএম
স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করায় ভ্যানচালককে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করায় ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস (৪০) নামের এক ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ মে) রাত ১০টার দিকে মদনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত নিহতের চাচাতো ভাই সুমন আলী পলাতক।

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, বিভিন্ন সময় পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টা করতেন চাচাতো ভাই সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা সৃষ্টি হতো। পলাশ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন সুমনকে। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে সুমন ছুরি দিয়ে পলাশকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই আসাদুর রহমান আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই সুমন আলী পলাতক।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!