• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১০ বছরের কারাদণ্ড


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৭:১১ পিএম
স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীর বাগমারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী সোহাগ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সোহাগ হোসেন বাগমারা উপজেলার চাঁনপাড়ার মৃত জয়নালের ছেলে। এ মামলায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ এপ্রিল আসামি সোহাগ হোসেন দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। একপর্যায়ে স্ত্রী সাবিনাকে গলা টিপে হত্যা করেন সোহাগ। এ ঘটনায় নিহতের মা সামেনা বিবি একটি মামলা করেন। সেই মামলায় বুধবার রায় ঘোষণা করেন আদালত।

জেলা নারী ও শিশু আদালত-২-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা এসব তথ্য নিশ্চিত করেছেন।

Link copied!