• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

দশ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০২:৫৫ পিএম
দশ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১০ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌকিঘাটা গ্রাম থেকে তাদের আটক করা হয়।শনিবার (৩ জুন) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক দম্পতি হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শদিলাই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. সবুজ মিয়া (৪০) ও তার স্ত্রী আরজু আক্তার (৩২)।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তাদের আটক করা হয়। তারা কুমিল্লা থেকে মাদক এনে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!