• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ১২:০৫ এএম
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে মো. শরীফ উদ্দিন ওরফে হৃদয় (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২০ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলার চর হাজারী গ্রামে এ ঘটনা ঘটে।  

হৃদয় উপজেলার চরহাজারী ইউনিয়নের কামাল উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে একা বের হন গৃহবধূ (২৭)। ওই সুযোগে হৃদয় ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। একপর্যায়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হৃদয় পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় শনিবার বিকেলে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!