ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৪:১৯ পিএম
ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওমর ফারুক (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৮ জুলাই) চট্টগ্রাম বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৭ জুলাই) রাতে নগরের বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। 

ওই মাদ্রাসাতেই শিক্ষক হিসেবে রয়েছেন ওমর ফারুক। একাধিকবার ওই ছাত্রকে বলাৎকারের অভিযোগ রয়েছে ওমর ফারুকের বিরুদ্ধে। সবশেষ ২৪ জুলাই ওই ছাত্র বলাৎকারে শিকার হয়েছে উল্লেখ করে তার বাবা রোববার থানায় মামলা করেছেন।

মামলাটির তদন্ত করছেন বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ। তিনি বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ছাড়া জবানবন্দিও নেওয়া হবে।

Link copied!