• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৫:২৮ পিএম
বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীর একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ৭ থেকে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে।এতে উপজেলার প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া পানির নিচে তলিয়ে গেছে আমন ধান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই বাঁধ ভাঙার ঘটনা ঘটে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুতই পানিবন্দী পরিবারগুলোকে খাদ্য সহায়তাসহ সার্বিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন তারা।  

আত্রাই উপজেলার দ্বীপচাঁদপুর গ্রামের একরামুল ইসলাম বলেন, “গত দুই-তিন দিন ধরে আত্রাই নদীর পানি বাড়তে থাকে। মঙ্গলবার গভীর রাতে আত্রাই উপজেলা থেকে বান্দাইখাড়া যাওয়ার নন্দনালী তালতলা নামক স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ওই এলাকার কচুয়া, পাইকড়া, বড়ইকুড়ি, দ্বীপচাঁদপুর, হাটুরিয়াসহ কয়েকটি গ্রামের মধ্যে পানি ঢুকে প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া জমির ধান, সবজি পানিতে তলিয়ে গেছে। হাটকালুপাড়া ইউনিয়নের সঙ্গে উপজেলার সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।”

আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, “বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ওই এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া আত্রাই-বান্দাইখাড়া পাকা সড়কের নন্দনালী সরদারপাড়া তালতলা এলাকায় পাকা সড়ক পানির তোরে ভেঙে গেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।”

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, “সকাল থেকেই আমরা দূর্গত এলাকায় রয়েছি। ভেঙে যাওয়া বাঁধ আটকানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া পানিবন্দীদের জন্য খাদ্যসহায়তা থেকে সার্বিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসককে জানানো হয়েছে।”

Link copied!