• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০৪:০১ পিএম
দিনাজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

দিনাজপুরে হাতঘড়িকে কেন্দ্র করে জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় আল আমিন ওরফে আলাল (৩৩) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২ টায় জেলার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

আল আমিন ওরফে আলাল সদর উপজেলার খানপুর যাতাহার এলাকার খমির উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ ডিসেম্বর রাত ৯ টায় খানপুর বাজারে একটি হাতঘড়ি নিয়ে জিয়াউর রহমানের সঙ্গে বাকবিতণ্ডা হয় আলালের। এক পর্যায়ে আলাল কাঠ দিয়ে জিয়াউর রহমানের মাথায় আঘাত করেন। পরে গুরুত্বর আহত অবস্থায় জিয়াউরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) রবিউল ইসলাম রবি বলেন, “খুব দ্রুতই এই মামলার রায় ঘোষণা হয়েছে। এই রায়ে বাদীর পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।” 

Link copied!