১৪ বছর পলাতক থাকার পর নওগাঁ থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরিফ হোসেন জয়পুরহাট জেলার আটাপাড়া এলাকার মো. রাহেদুল এর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফ হোসেনকে ২০০৯ সালে ২৬ জুন জয়পুরহাট জেলার কালাই থানায় ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এরপর তিনি জামিনে বের হন। জামিনে থাকা অবস্থায় ২০২৩ সালের ৩১ জুলাই জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজার রায় দেন। মামলার রায় হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।