• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, স্লোগানে মুখর পুরো কক্সবাজার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৮:৫৬ এএম
জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, স্লোগানে মুখর পুরো কক্সবাজার

বুধবার (৭ ডিসেম্বর) এক দিনের সফরে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার দিকে  কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী-পাটোয়ারটেক সৈকতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়ার উদ্বোধন করবেন।

পরে দুপুর ২টা ৩০ মিনিটে সৈকতের লাবনী পয়েন্টের কাছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।  তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ। কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন।

এদিকে সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়ার কথা রয়েছে। লাবণী পয়েন্ট শেখ কামাল স্টেডিয়ামের মাঠে প্রবেশের মূল গেটে হাজার হাজার নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো কক্সবাজার শহর।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!