• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৮:০৭ পিএম
সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে জাফর আলী নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাফর আলী বলেন, “আগামী জাতীয় নির্বাচন ঘিরে দল থেকে শনিবার (১৮ নভেম্বর) মনোনয়ন ফরম কিনেছি। রোববার (১৯ নভেম্বর) সেটি জমা দিয়েছি। মন্ত্রণালয়ে আজ পদত্যাগপত্র জমা দিলাম। আমি আশাবাদী। তবে, দলীয় সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন, সেই সিদ্ধান্ত মেনে নেব।”

দলীয় সূত্রে জানা যায়, জাফর আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, একুশে পদকপ্রাপ্ত আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্রাহাম লিংকন, জেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি সাঈদ হাসান লোবানসহ কুড়িগ্রাম-২ আসন থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন মনোনয়ন ফরম কিনেছেন।

উল্লেখ্য, জাফর আলী ২০০৮ সালে কুড়িগ্রাম-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নবম সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এরপর মহাজোটের সময় তার আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয়।

Link copied!