• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ১০:১৭ এএম
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালীর সদর উপজেলায় মো. রিয়াজ (১৪) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব রাজারামপুরের কিল্লারহাট-অশ্বদিয়া সড়কের হেঞ্জুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরীপুরের মো. কামাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে মহিলা কলেজ-কিল্লার হাট রোড হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অশ্বদিয়া যাচ্ছিল অটোচালক রিয়াজ। এর পরের কোনো এক সময় কিল্লারহাট-অশ্বদিয়া সড়কের হেঞ্জুর মোড়ের আশপাশে দুর্বৃত্তরা রিয়াজকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। তবে এ সময় নিহত রিয়াজের অটোরিকশাটি পাওয়া যায়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

Link copied!