• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

স্ত্রীকে গলা কেটে হত্যা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ১১:১২ এএম
স্ত্রীকে গলা কেটে হত্যা

নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে আব্দুল বারেক (৪৯) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম বিউটি বেগম (৪৫)। অভিযুক্ত আব্দুল বারেক পেশায় একজন অটোভ্যান চালক।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন জানান, রাত আড়াইটার দিকে ৯৯৯-এর ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ গোপালপুর স্কুলপাড়ায় আব্দুল বারেকের বাড়ি যায়। সেখানে গিয়ে গলাকাটা অবস্থায় বিউটি বেগমের লাশ পাওয়া যায়। এ সময় আব্দুল বারেককে বাড়িতে পাওয়া যায়নি। তার ঘরের দরজা খোলা ছিল। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটে থাকতে পারে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী আব্দুল বারেক বিউটি বেগমকে গলা কেটে হত্যা করেছেন। ঘটনার রহস্য উদঘাটন এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে পুলিশ।”

Link copied!