• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার এক


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০৩:০৯ পিএম
অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার এক

ফেনীতে অপহৃত এক যুবককে উদ্ধার করে আব্দুল্লা আল ফিরোজ (৩২) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লা আল ফিরোজ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকার নুর নবীর ছেলে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম শামীম পাটোয়ারী। তিনি জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শামছুল হকের ছেলে।

শামীম পাটোয়ারী বলেন, “সদর উপজেলার তেমুহনী এলাকায় শাপলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে টানাহেঁচড়া ও মারধর করে ভটভটিতে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর তাকে মারধর করে তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে পরিবারের সদস্যদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় শামীমের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লা আল ফিরোজকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা হলেন মো. এরশাদ (৩০), রাকিবুল ইসলাম (২৫) ও মো. মহিন (২৭)।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Link copied!