• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০, ৮ রমাজান ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৩, ০১:১৭ পিএম

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১ জুন) সকা‌লে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার।

নজরুল ইসলাম তালুকদার ব‌লেন, “বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে কোনো ধরনের সমস‌্যা যাতে না হয় সেজন‌্য সারাদেশে প্রধান বিচারপতির নির্দেশে ন‌্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নি‌র্মিত হচ্ছে। ১ হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সু‌পেয় পা‌নি ও নাস্তার ব‌্যবস্থা থাকবে। যা বিচারপ্রার্থীরা কিনে খেতে পারবেন।”  

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর র‌শিদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান,  অতিরিক্ত পু‌লিশ সুপার লিজা বেগম, জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি অ‌্যাডভো‌কেট আবদুল হালিম। 
 

Link copied!