নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রকি (৩৮) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার চাঁদের হাট এলাকার অঙ্কুর বীজ হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকি কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি এলাকার ওসমান গনির ছেলে। তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন ওই সংবাদকর্মী। এসময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে পাঁকা রাস্তার ওপরে পরে গিয়ে মাথায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম বলেন, “ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































