• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নিজেকে ‘অতিরিক্ত আইজিপি’ পরিচয় দিতেন জয়


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০৭:১৫ পিএম
নিজেকে ‘অতিরিক্ত আইজিপি’ পরিচয় দিতেন জয়

মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ পুলিশের ‘অতিরিক্ত আইজিপি’ পরিচয়ে প্রতারণার অভিযোগে মাহফুজুর রহমান জয় (২৪) নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।

মাহফুজুর রহমান জয় মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মাহবুবুর রহমান ডাবলুর ছেলে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, আটক জয় নিজেকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে। তার মোবাইলের গ্যালারিতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক ও র‌্যাংক ব্যাজ পরিধান করা বিভিন্ন ছবি পাওয়া গেছে।

মেহেদী রাসেল বলেন, “মোবাইলে থাকা ছবি দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন প্রতারণা করে আসছেন জয়।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!