মুক্তিযোদ্ধার সন্তানদের জামায়াত-শিবির করা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
তিনি বলেছেন, “শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০০ টাকা থেকে উন্নীত করে ২০ হাজার টাকা করেছে। এ ছাড়া সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে।”
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ফেনীতে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে মুক্তিযোদ্ধাসহ সবার সহযোগিতা চেয়ে নিজাম হাজারী বলেন, “মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণের মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হচ্ছে। আমাদের তরুণ ও যুবকদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে। তাহলে দেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। এ শিক্ষা আমাদের প্রত্যেক পরিবার থেকে শুরু করতে হবে।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহাম্মদ ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “ফেনীতে দেশের সবচেয়ে বেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন, যা দেশের অন্য জেলায় নেই। জেলার ছয়টি উপজেলায় ২৩ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন।”
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বিকম ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব।
অনুষ্ঠানে সদর উপজেলার ৭২৩ মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এর মধ্যে জীবিত ৩৬৫ জনকে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড এবং মৃত ৩৫৮ জনের পরিবারের সদস্যদের হাতে সনদ দেওয়া হয়।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































