• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৪:৫৭ পিএম
২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

দীর্ঘ ২৭ দিন পর পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিডিউল মেনে দুপুর ১২টা ২০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস বীর মুক্তিযোদ্ধার সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাস্টার মাছুদ পারভেজ বলেন, নির্দিষ্ট সময়ে অনুযায়ী ১২টা ২০ মিনিটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ বীর মুক্তিযোদ্ধা রেলওয়ে স্টেশন থেকে ১২টি বগি নিয়ে ছেড়ে গেছে। বাকি ট্রেনগুলো সিডিউল অনুযায়ী স্টেশন থেকে ছেড়ে যাবে। 

Link copied!