• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্বতন্ত্র প্রার্থীর


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৬:০০ পিএম
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্বতন্ত্র প্রার্থীর
স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন

বিচার না পেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর। তিনি কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।

গোলাম মাহফুজ চৌধুরী অবসর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মাহফুজ চৌধুরী বলেন, “সোমবার প্রতীক বরাদ্দের পর বিকেল ৫টার দিকে কালাই উপজেলার মাত্রাই বাজারে আমার সমর্থকরা পোস্টার টাঙাতে যায়। তখন নৌকার সমর্থকরা বাধা দেয় এবং তাদের হামলায় আমার আট কর্মী-সমর্থক আহত হয়। এ ব্যাপারে রাত ১১টার দিকে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। কিন্তু এখনও কোনো প্রতিকার পাইনি।”

এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, “আবারও আক্রান্ত হলে যদি বিচার না পাই, তাহলে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করব।”

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সাংবাদিকদের বলেন, “একটি মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আক্কেলপুর, ক্ষেতলাল এবং কালাই উপজেলা নিয়ে গঠিত এই আসনে নৌকার প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

Link copied!