• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

কেরানীগঞ্জে ইমাম সমিতির সভাপতির গলাকাটা লাশ উদ্ধার


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৩:৪৪ পিএম
কেরানীগঞ্জে ইমাম সমিতির সভাপতির গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের পশ্চিম বরিশুর এলাকায় মাওলানা আহসান উল্লাহ (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে নিজ বাসার রান্নাঘরে বাবার গলাকাটা লাশ দেখে প্রথমে পরিবার ও পরে পুলিশকে খবর দেয় তার বড় ছেলে মো. ঈসা। রাতে বাবা-ছেলে একই রুমে ঘুমিয়ে ছিল বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে তদন্ত করছে।

আহসান উল্লাহ জাতীয় ইমাম পরিষদ কেরানীগঞ্জের সভাপতি ও ফার্নিচার ব্যবসায়ী। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা বলতে পারেনি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

Link copied!