• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৫:৩০ পিএম
বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেদুর রহমান বলেন, “বেনাপোল পৌরসভা নির্বাচনের কারণে সোমবার আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা। শুধু তাই নয় পৌর এলাকার সমস্ত স্কুল কলেজ, ব্যাংক-বীমা ও সকল সরকারি অফিস এর আওতায় থাকবে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল হবে।”  

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, “সোমবার ভোটের কারণে এ এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভোটের কাজে নিজ নিজ এলাকায় থাকবেন।”  

Link copied!