ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন।
সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
এ সময় নগরকান্দা সদর বাজারসংলগ্ন কুমার নদের পাড়ে গড়ে ওঠা সংকর বেকারিসহ দুটি অবৈধ স্থাপনা ভেঙে দেয় উপজেলা প্রশাসন। একই সঙ্গে অন্য দোকানগুলোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, “কুমার নদের তীর দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাদের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এ সময় দুটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। যারা নির্দেশনা মানবেন না, তাদের স্থাপনা ভেঙে দেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”





































