• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

১১ কোটি টাকার আইস ও ইয়াবা জব্দ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৭:২৮ পিএম
১১ কোটি টাকার আইস ও ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি তারা।

রোববার (১১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

শেখ খালিদ জানান, হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত তল্লাশি চৌকির ৫০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে লবণের মাঠ দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন তথ্য পায় বিজিবি। এরপর ব্যাটালিয়ন সদর ও খারাংখালী চৌকির দুইটি টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। রোববার ভোররাতের দিকে বিজিবির টহলদল দুজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকতে দেখে। তাদের দেখামাত্রই আগে থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবির টহলদল চ্যালেঞ্জ করে দ্রুত অগ্রসর হলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি পোঁটলা ফেলে রাতের অন্ধকারে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

ওই বিজিবি কর্মকর্তা আরও বলেন, “টহলদল ওই এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া গামছা দিয়ে মোড়ানো দুটি পোঁটলা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা পোঁটলায় ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা।”

Link copied!