• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

৫ হাজার টাকায় স্ত্রীকে বন্ধক রাখলেন স্বামী, ধর্ষণ করলেন তিনজন


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৭:২৩ পিএম
৫ হাজার টাকায় স্ত্রীকে বন্ধক রাখলেন স্বামী, ধর্ষণ করলেন তিনজন
ধর্ষণের অভিযোগে তিনজন আটক। ছবি : প্রতিনিধি

কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিয়েছেন আবুল খায়ের নামের এক ব্যক্তি। পরে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে ধর্ষণ করে তিনজন।

শুক্রবার (১৯ এপ্রিল) বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন বরুড়া উপজেলার শাকপুর এলাকার মাদক কারবারি নূরু, মনির ও মহিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাকপুর এলাকার তাজুল ইসলামের ছেলে আবুল খায়ের একজন মাদকাসক্ত। বুধবার (১৭ এপ্রিল) মাদক সেবনের টাকা না থাকায় একই এলাকার মাদক কারবারি নূরু, মনির ও মাহিনের কাছে ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে বন্ধক রাখেন স্বামী আবুল খায়ের। পরে বন্ধক নিয়ে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নূরু, মনির ও মাহিন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তার পরিবারের লোকজন নিয়ে বরুড়া থানায় এসে অভিযোগ করলে শুক্রবার অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিশ।

ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আসামিদের আটক করা হয়েছে। ওই নারীর স্বামী এখনো পলাতক। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!