• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

স্ত্রীর কথা না শোনায় শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৯:২৫ পিএম
স্ত্রীর কথা না শোনায় শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
মৃত্যুর খবরে বাড়িতে ভিড় করেন স্বজনরা। ছবি : প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাপিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। তিনি শ্রীরামপুর বাজারে সারের ব্যবসা করতেন।

নিহতের মেয়ে জানান, গত ৩ মাস আগে ব্রেইন স্ট্রোক করেন আবুল কাশেম। এরপর থেকেই চিকিৎসক তাকে বিশ্রামের জন্য পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ না শুনে আবুল কাশেম বাড়িতে কাজ করায় বাঁধা দেন তার স্ত্রী। এ নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে রোববার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে পাপিয়া আবুল কাশেমকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে রক্তক্ষরণ হয়ে আবুল কাশেমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। এবং প্রাথমিকভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!