• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

লালনের আখড়ায় সাধু বাউলদের মানববন্ধন ও বিক্ষোভ


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৫:৫৮ পিএম
লালনের আখড়ায় সাধু বাউলদের মানববন্ধন ও বিক্ষোভ
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়ির গেটে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাউল-ফকির ও লালন অনুসারীরা।

শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাউলরা জানান, লালন তিরোধান দিবস এবং দোলপূর্ণিমার সাধুসঙ্গে মাঠের অর্ধেক বাউলদের বসা এবং থাকার জায়গা রেখে ব্যবসায়ীদের কাছে মাঠ বরাদ্দ দিতে হবে। এছাড়াও বাউল-ফকিরদের কাছ থেকে কোনোরকম চাঁদা আদায় করতে পারবেন না মাঠ বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা। 

তিন দিনের বরাদ্দ হওয়া মাঠে মাসব্যাপী চাঁদা না তোলার দাবিও তোলেন সচেতন সমাজের প্রতিনিধিরা।

অপরদিকে মাদক কারবার বন্ধ এবং মাদক কারবারিদের কাছে ইজারার চাঁদা তুলে তাদের বৈধতা দেওয়া বন্ধের দাবি জানিয়েছেন লালন অনুসারীরা। লালন উৎসব ব্যবসানির্ভর না করে চেতনানির্ভর করার দাবি বাউল ফকির থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজের।

সচেতন নাগরিক কমিটির সভাপতি স. ম লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাউল হবিবর রহমান বিশু, ভাবনগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের সহ-সভাপতি সোহেল রানা, ফকির নিতাই গোস্বামী প্রমুখ।

মানববন্ধন শেষে বাউলরা লালন মেলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। 

আগামী ১৭ অক্টোবর ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের লালন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!