• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

পরীক্ষা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৯:৫২ পিএম
পরীক্ষা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় মনিরা আক্তার (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের কুশারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও চারজন আহত হয়েছেন।

নিহত মনিরা আক্তার উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবাড়ী কাজলা গ্রামের মান্নান মিয়ার মেয়ে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মনিরা ও তার তিন বান্ধবী ধলাপাড়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামীর ট্রাক তাদের বহনকারী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিরা নিহত হন। এসময় তার তিন বান্ধবীসহ অটোরিকশার চালক আহত হন।

ওসি আরও জানান, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!