• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

যৌতুকের জন্য অবরুদ্ধ ছাত্রীকে উদ্ধার করল পুলিশ


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১১:৫০ এএম
যৌতুকের জন্য অবরুদ্ধ ছাত্রীকে উদ্ধার করল পুলিশ

কুড়িগ্রাম পৌর শহর থেকে যৌতুকের জন্য অবরুদ্ধ করা এক এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করে পরীক্ষার ব্যবস্থা করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে পৌর শহরের হরিকেশ এলাকার থেকে স্বামীর বাড়ির লোকজনের হাত থেকে তাকে উদ্ধার করা হয়।

অভিযোগ সূত্রে  জানা যায়, তিন বছর আগে হরিকেশ এলাকার আতিকুর রহমান পাপ্পুর ছেলে লিয়াকত আলী লিটনের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী। যৌতুকের দাবি করে ২২ নভেম্বরের এইচএসসি পরীক্ষা দিতে দেবে না বলে তাকে অবরুদ্ধ করে ও মারধর করা হয়। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতিতেও ওই কিশোরীকে মারধর করেন তার স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন এবং আমরা তিন আসামিকে গ্রেপ্তার করেছি। ওই শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!