• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গৃহবধূর কান ছিঁড়ে দুল নিয়ে গেলেন পাওনাদার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১০:৪১ এএম
গৃহবধূর কান ছিঁড়ে দুল নিয়ে গেলেন পাওনাদার

জামালপুরের মাদারগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় মর্জিনা বেগম (৩৭) নামের এক গৃহবধূর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছেন এক নারী। এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) মাদারগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।

মর্জিনা বেগম মাদারগঞ্জ পৌরসভার বনচিথলিয়া এলাকায় জিয়াউল হকের স্ত্রী।

থানায় লিখিত অভিযোগ ও মর্জিনার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মর্জিনা বেগম একই গ্রামের রুস্তম আলীর স্ত্রী শাহানা বেগমের কাছ থেকে ৩ বছর আগে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। ইতিমধ্যে তিনি ৪০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি ১০ হাজার টাকার জন্য মঙ্গলবার শাহানা মর্জিনার বাড়িতে গেলে তিনি টাকা দিতে আরও দুই দিন দেরি হবে বলে জানান। এ সময় শাহনা পেছন থেকে মর্জিনার দুই কানের দুল ধরে টান দিলে কান ছিঁড়ে মর্জিনার স্বর্ণের দুল শাহানার হতে আসে। পরে গুরুতর আহত অবস্থায় মর্জিনাকে মাদারগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসকরা তার দুই কানে ৬টি সেলাই দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহানার এক ভাতিজা জানান, রাগের বশবর্তী হয়ে ফুফু মর্জিনা বেগমের কানের দুল ধরে টান দিয়েছিলেন। তবে স্বর্ণের দুলগুলো তার ফুফু মর্জিনার ভাতিজির কাছে দিয়ে এসেছেন।
 

Link copied!