ফেনী সদর উপজেলা ধলিয়ার দৌলতপুর গ্রামে ইসরাত জাহান উর্মি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসরাত জাহান উর্মি ওই গ্রামের প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী।
নিহতের মা মনোয়ারা বেগম জানান, চলতি বছর জানুয়ারি মাসে মিজানুর রহমানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ের শশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিত। এ জন্য অনেক সময় তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করত এবং মেয়েকে তার শ্বশুরবাড়িতে দেখতে গেলে তাদের অপমান করত। শুক্রবার রাতে উর্মিকে তার শ্বশুরবাড়ি লোকজন যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলেছে। তিনি তার মেয়ের হত্যার বিচার দাবি করেন।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।