নীলফামারীর সৈয়দপুরে নিজ ঘর থেকে বর্ণা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলা শহরের কাশিরাম বেলপুকুর হাজারীহাট এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বর্ণার স্বামী বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত বর্ণা আক্তার নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ফকির পাড়া এলাকার বেলাল গোসেনের মেয়ে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানিয়েছেন, দুই বছর আগে পারিবারিকভাবে বাদশা মিয়ার সঙ্গে বর্ণা আক্তারের বিয়ে হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বর্ণা আক্তার তার বাবার সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। এসময় হঠাৎ করেই ফোন কেটে যায়। এরপর বাবা ও তার আত্মীয়-স্বজনরা মোবাইলে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন আর রিসিভ করা হয়নি। মধ্যরাতে বর্ণা আক্তারের প্রতিবেশীর মাধ্যমে স্বজনরা জানতে পারেন যে বর্ণা আক্তার মারা গেছেন। পরে তারা এসে বর্ণা আক্তারের মরদেহে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বর্ণার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।




































