• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় গৃহবধূ নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৩, ০৯:৪৭ পিএম
মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় গৃহবধূ নিহত

টাঙ্গাইলের সখীপুরে মাটি ভর্তি ট্রাফি ট্রাক্টরের চাপায় নাসরিন আক্তার (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (১ মে) সকালে উপজেলার কাকাড়াজান ইউনিয়নের জিতাশ্বরী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাসরিন ওই গ্রামের জামাল বাদশার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহানন্দপুর গ্রামের মনির হোসেন এবং জিতাশ্বরী গ্রামের ফারুক নিষিদ্ধ ট্রাফি ট্রাক্টর দিয়ে মাটির ব্যবসা করে আসছিলেন। সোমবার সকালে ওই গ্রামের জামাল বাদশার বাড়িতে অবৈধ ট্রাফি ট্রাক্টর দিয়ে মাটি ফেলে। একপর্যায়ে মাটি বোঝাই ট্রাক্টরটি গৃহবধূ নাসরিন আক্তারকে চাপা দেয়। এ সময় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।  

এ বিষয়ে নিহত গৃহবধূর ছেলে হৃদয় মিয়া বলেন, “মা আমাদের তিন ভাই-বোনকে এতিম করে চলে গেলেন। ঘাতক চালক একটু সচেতন থাকলে এমন হতো না।”

সখীপুর থানার (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!