• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, গ্রেপ্তার ২


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৯:৫৬ এএম
মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, গ্রেপ্তার ২

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় মমেনা বেগম (৫২) নামের এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন, আতিক মিয়া (৩৫) ও হীরা মিয়া (৩৫)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, “গত ৬ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার দমদমা কালিগঞ্জ এলাকায় মমেনা বেগম নিজ বাড়ির সামনে রাস্তার পাশে কাপড় শুকাতে দেন। পরে রাত ১০টার দিকে ওইসব কাপড় নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল মমেনা বেগমকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় আতিক মিয়া তার শরীরের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মমেনা বেগমকে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কোম্পানি কমান্ডার আরও বলেন, “এ ঘটনায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নিহতের স্বামী হান্নান মিয়া (৬০) বাদী হয়ে সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। পরে একই দিন রাতে জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে আতিক ও তার সহযোগী হীরাকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।” 

Link copied!