• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু, নতুন রোগী ২২


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৯:২৯ পিএম
টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু, নতুন রোগী ২২

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোজিনা আক্তার (৩৩) নামের এক গৃহবধু মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। রোজিনা দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

সিভিল সার্জন জানান, রোজিনা আক্তার বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (২৫ আগস্ট) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ পর্যন্ত জেলায় মোট পাঁচজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, নাগরপুরে ৬ জন, মধুপুরে ৪ জন এবং মির্জাপুরে রয়েছেন ২ জন।

ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৪৬৫ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩২৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন।

Link copied!