• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ১১:২২ এএম
তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তেল ভেবে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

শিরিন আক্তার (২৮) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের মো. বাহার মিয়ার স্ত্রী।  

স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম রুবেল নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরের খাবার শেষে পেটে ব্যথা অনুভব করেন শিরিন। এ সময় পেটের ব্যথা উপশমের জন্য জয়তুনের তেল খেতে গিয়ে ভুলবশত বোতলে রাখা বিষ পান করে ফেলেন। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। ময়না তদন্ত শেষে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হবে।”

Link copied!