• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

আত্রাইয়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, অতিষ্ঠ মানুষ


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৬:৩১ পিএম
আত্রাইয়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, অতিষ্ঠ মানুষ

নওগাঁর আত্রাই দিন ও রাতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে চরম বিপাকে পড়েছেন উপজেলার বাসিন্দারা।

বিদ্যুৎ অফিসে তথ্য মতে, উপজেলায় মোট গ্রাহক রয়েছেন ৬৪ হাজার ২৫৬ জন। ফিডার রয়েছে ১২টি এবং সাব-স্টেশন রয়েছে ৩টি। দৈনিক বিদ্যুতের চাহিদা ১৬ মেগাওয়াট। প্রতিদিন সরবরাহ হচ্ছে ৫-৮‌ থেকে ৮-৬ মেগাওয়াট বিদ্যুৎ। যায় কারণে লোডশেডিং বেশি হচ্ছে। এই লোডশেডিং চলছে পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইনে। প্রতিষ্ঠানটির আওতাধীন উপজেলার চত্বরে দিনে দুই চারবার বিদ্যুৎ গেলেও গ্রামাঞ্চলে দিন-রাত মিলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা।

উপজেলার হেঙ্গলকান্দী গ্রামের ব্যবসায়ী অভি বলেন, “আমাদের এলাকায় এক ঘণ্টা পর পর বিদ্যুৎ যায় আর আসে। বিশেষ করে রাতের বেলা বিদ্যুৎ বেশি যায়।”

বিলগলিয়া গ্রামের রুবেল হোসেন বলেন, “আমরা গ্রামের মানুষ বিদ্যুৎ কী তা ভুলেই গেছি। কারণ দিনে তিন ঘণ্টা, আর রাতে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে। বিদ্যুৎ অফিসে ফোন দিলে নানা বাহানার কথা বলে।”

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আলীম বলেন, “আমরাও চাহিদার চেয়ে সরবরাহ কম পাচ্ছি। ফলে লোডশেডিং একটু বেশি হচ্ছে। তবে আশা করছি দ্রুত এ সমস্যা কেটে যাবে।”
 

Link copied!