• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

যুবলীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৮:৫৫ এএম
যুবলীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম

টাঙ্গাইলের ভূঞাপুরে আক্তারুজ্জামান সেলিম নামের এক যুবলীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ মে) রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের কলেজ গেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

হামলার শিকার আক্তারুজ্জামান সেলিম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

আহত অন্য দুইজনের মধ্যে একজন ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার আলতাফ হোসেনের ছেলে রতন তালুকদার। অপরজনের পরিচয় জানা যায়নি।

জানা যায়, মঙ্গলবার বিকেলে রেললাইন ক্রসিংয়ের পাশে ভূঞাপুর লিংকরোড বাইপাস সড়ক উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম ফেরার পথে হামলার শিকার হন। এ সময় বাধা দেওয়ায় তার সঙ্গে থাকা দুজনকেও কুপিয়েছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “দুর্বৃত্তদের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছে জানতে পেরেছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিক জানা যায়নি।” 

Link copied!