• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঘরে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ১২:৫৬ পিএম
ঘরে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাশেদা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আবদুল মিয়া পলাতক।

বুধবার (৭ জুন) সকালে উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূর নাম রাশেদা বেগম (২৬)। তার স্বামী আবদুল মিয়া টাইলসের মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে আবদুল মিয়া ও রাশেদা বেগম দম্পতি ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীদের সন্দেহ। এ ছাড়া ঘরের দরজায় বাইরে থেকে তালা বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে রাশেদার লাশ উদ্ধার করে। ওই গৃহবধূর মাথায় ইট দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথার বিভিন্ন অংশ থেঁতলে গেছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী আবদুল মিয়া পলাতক। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!