• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

প্রার্থিতা ফিরে পেতে ৬ মে হাইকোর্টে যাচ্ছেন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৮:২৪ পিএম
প্রার্থিতা ফিরে পেতে ৬ মে হাইকোর্টে যাচ্ছেন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে এবার তিনি হাইকোর্টে যাবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, “প্রার্থিতা ফিরে পেতে আমি হাইকোর্টে যাব। আমার এই বিষয়টি যেহেতু হাইকোর্টে স্টে ছিল, তারা এই সেটা আমলে নেয়নি। আমি ন্যায়বিচার পাই নাই। এখন আমি সর্বোচ্চ আদালতে যাব। রোববার (৬ মে) হাইকোর্টে যাব।”

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও ভোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান জানান, ঋণ খেলাপি হওয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে। সিটি নির্বাচনে অংশ নিতে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। জাহাঙ্গীর আলমের আবেদন যাচাই-বাছাই করে বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রেখে আদেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

মঞ্জুর হোসেন খান আরও জানান, আপাতত আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। মনোনয়ন ফিরে পেতে তিনি হাইকোর্টে যেতে পারেন।

Link copied!